
ছবি: সংগৃহীত।
আর একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে জি২০ সম্মেলন। আগামী শনি এবং রবিবার ভারতের নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে বসবে জি২০ শীর্ষ সম্মেলনের আসর। গুরুত্বপূর্ণ এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-সহ অন্য দেশের রাষ্ট্রনেতারাও। রাষ্ট্রনেতাদের সুরক্ষার কথা ভেবে তাই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লীকে। ঢেলে সাজানো হয়েছে প্রগতি ময়দান চত্বর। এ নিয়ে ভারতের নিরাপত্তাকর্মীরা আলাদাভাবে চোখ রাখছে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের বাসস্থানের দিকে।
জি২০ দেশগুলির পাশাপাশি অন্য বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনেতাদেরও অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লিতে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরশাহি। সেই দেশগুলির রাষ্ট্রনেতাদেরও থাকার ব্যবস্থা করা হয়েছে বিলাসবহুল হোটেলগুলিতে।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন বিলাসবহুল হোটেলে থাকবেন কোন দেশের রাষ্ট্রনেতা।
আরএএস