দক্ষিন পূর্ব এশিয়াতে মাত্রাতিরিক্ত তাপমাত্রা বাড়ার আশঙ্কা
শীতের আবহ যেতে না যেতেই হুহু করে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। প্রতিবছর পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দাবদাহ। প্রচণ্ড গরমে নাভিশ্বাস অবস্থা মানুষসহ অন্যান্য প্রাণীকুলের। এল-নিনোর প্রভাবে মারাত্মক হয়ে উঠেছে বৈশ্বিক জলবায়ুর অবস্থা। তবে বিশ্ব মানচিত্রে এশিয়ার অবস্থা আরও ভয়াবহ। প্রচণ্ড গরমে ‘ফুটন্ত কড়াই’য়ে টগবগ করছে দক্ষিণ-পূর্ব এশিয়া। থাইল্যান্ড, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইনসহ কিছু কিছু দেশে তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছে। এএফপি।
গত বছর থেকেই এল-নিনোর ভয়াবহ রূপ দেখছে বিশ্ব। বছরের উষ্ণতম মাস এপ্রিলে রেকর্ড তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এতে দুর্বিষহ হয়ে পড়েছে মানুষের জীবন। প্রচণ্ড গরমে বাড়ছে হিট স্ট্রোকসহ নানা স্বাস্থ্যঝুঁকি। ইতোমধ্যেই বিভিন্ন দেশে গরমকে ঘিরে নানা সতর্কবার্তা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।