শুটিং ফ্লোরে ১৫ ফুটের অজগর !
ভোরের আলো ফুটেছে। উত্তরবঙ্গের হোটেলে একে একে ঘুম ভাঙছে সবার। হঠাৎ নীচ থেকে ভেসে এল চিৎকার। হোটেলকর্মী এবং ইউনিটের সদস্যদের জটলার আওয়াজ শুনে তত ক্ষণে ঘুম ছুটেছে দেব, বিশ্বনাথ বসু এবং সোহম চক্রবর্তীদের। হুড়মুড় করে হোটেলের নীচে নামতেই থমকে দাঁড়ালেন সবাই। এক হোটেলকর্মীর হাতে বিশাল একটা অজগর! কখন যেন ঢুকে পড়েছে হোটেল চত্বরে।
এই মুহূর্তে ‘প্রধান’ ছবির শুটিং চলছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সকাল সকাল সেখানেই এক মারাত্মক ঘটনার সাক্ষী থাকলেন অভিনেতারা। হোটেলের নীচ থেকে উদ্ধার হল এক বিশালকায় অজগর। ছবিতে দেব ছাড়াও টলিপাড়ার বহু অভিনেতা রয়েছেন। প্রকাণ্ড ইন্ডিয়ান রক পাইথনটির একটি ছবি-সহ সমাজমাধ্যমে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বিশ্বনাথ বসু। সকাল সাড় ছ’টা নাগাদ ইউনিটের সদস্যদের চিৎকারে সকলে নীচে এসে দেখেন, অজগরটিকে ধরা হয়েছে। বিশ্বনাথ বলেছেন, ‘‘যা দেখলাম, সেটা শুধু চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখা যায়।’’ অনেকেই অভিনেতাকে সাপটির সঙ্গে ছবি তুলতে অনুরোধ করেন। কিন্তু বিশ্বনাথ জানান, তাঁর সাহসে কুলোয়নি। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। বিশ্বনাথ মজা করে দেব প্রসঙ্গে বলেছেন, ‘‘দূরে ‘চাঁদের পাহাড়’-এর শঙ্কর নির্ভয়।’’