- বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪

| অগ্রাহায়ণ ১৯ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ
জাপানে পালিত হচ্ছে মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর

জাপানে পালিত হচ্ছে মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর

আজ সুর্যদয়ের দেশ জাপানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। রাজধানী টোকিওসহ অন্যান্য শহরের প্রায় শতাধিক মসজিদে সকালে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। জামাতে মুসলমানদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।  বেশির ভাগ মসজিদেই সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে অনেক জায়গায় তার পরও ঈদের জামাত অনুষ্ঠিত হতে দেখা যায়। টোকিও ও তার আশেপাশের অঞ্চলে প্রধান প্রধান ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হয় টার্কিশ মসজিদ, ওৎসুকা মসজিদ, মাক্কি মসজিদ, চিবা মসজিদ, এবিনা মসজিদে। এছাড়াও ওসাকা শহরের কয়েকটি মসজিদে ঈদের জামাতে প্রচুর মুসলমানদের উপস্থিতির খবর জানা যায়। প্রায় ১৩ কোটি মানুষের দেশ জাপানে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা খুবই নগন্য। এক হিসেবে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা জাপানে মুসলমানদের সংখ্যা প্রায় ৫০-৬০ হাজারের মধ্যে। জাপানে মোট মসজিদের সংখ্যা প্রায় দেড়শ`র কাছাকাছি। নিজস্ব ভবন ছাড়াও অ্যাপার্টমেন্টকে মসজিদে পরিণত করা হয়েছে -এমন মসজিদও এই হিসেবের মধ্যে অন্তর্ভুক্ত।