জাপানের নাগোয়া অভিবাসন কেন্দ্রে আটক থাকা অবস্থায় শ্রীলংকার নাগরিক উইশমা সান্দামালির মৃত্যুর পুর্বের ১৩ দিনের (২৯৫ ঘন্টার) ভিডিও আদালতে দেখানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে নাগোয়া জেলা আদালত গত ৩ মার্চ সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, শ্রীলংকান নাগরিক সান্দামালির ক্ষতিপুরণের মামলার অংশ হিসেবে আদালত এমন সিদ্ধান্ত নেয়।
সান্দামালির পরিবারের আইনজীবী শোইচি ইবুসুকি বলেন, আদালতের এমন সিদ্ধান্তে আমি প্রচন্ড খুশি যদিও আমার কাছে মনে হয়েছে আদালত অনেক সময় নিয়েছেন।
উল্লেখ্য, ২০১৭ সালে স্টুডেন্ট ভিসায় জাপানে আসেন শ্রীলংকান এ ছাত্রী। এরপর গত বছরের আগষ্টে তার ভিসার মেয়াদ না থাকাতে আটক করা হয়। এ বছরের জানুয়ারীর মাঝামাঝি থেকে তার পেটে ব্যাথা এবং শরীরে নানা সমস্যা দেখা দেয় এবং মার্চের ৬ তারিখে মারা যায়।
আরএএস