- বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪

| অগ্রাহায়ণ ১৯ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

আহাঃ

আহসান সাদাফ পরশ

প্রকাশিত: ২১:০৮, ২৪ মার্চ ২০২২

আহাঃ

কেউ চুমু খেতে ভালোবাসে, কেউ বলে আমি কামনাতেই থাকি
আবার কেউ বলে আমি বরং কাদি 
তুমি দাও দুঃখ ঢেলে
তাহার মর্মে নারীর স্বাদে 
পূরুষ হচ্ছে বেশ্যাবাহন 
স্বাদের পরে তৃপ্তি চুষে আহাঃ 
কে ছেড়েছে?  কি ছেড়েছে?
নারীর মর্ম বুঝবি যদি,অনুভব কর নয়'মাস কি করে কাটে
তখন বলবি শ্রদ্ধাভরে, নারী হলো সচ্ছ সুন্দর প্রকৃতিরই রুপে
প্রার্থনা জ্ঞাপন করি হে নারী, আশীর্বাদ হয়ে আসুক প্রতি ঘরে ঘরে।। 

আর সি