ছবি:কিয়োদো নিউজ
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন জি-৭ লক্ষ্য পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্ন পূরণ।এছাড়া আজ সোমবার একটি সাক্ষাত্কারে তিনি বলেন,আশা করি এই সপ্তাহের শেষের দিকে হিরোশিমা জি-৭ শীর্ষ সম্মেলনে মিলিত হওয়ার সময় পারমাণবিক অস্ত্রবিহীন বিশ্বকে উন্নীত করার জন্য সংকল্প করবে জি-৭ নেতারা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সাক্ষাত্কারের সময় কিশিদা বলেন,আমরা পারমাণবিক অস্ত্রবিহীন বিশ্ব গড়ার লক্ষ্যে আরও বাস্তবসম্মত এবং বাস্তব পদক্ষেপ নেব।
জি-৭ এর সাত প্রধানমন্ত্রীর হিরোশিমা শান্তি স্মৃতি জাদুঘর পরিদর্শনের তাৎপর্যের উপর জোর দিয়ে কিশিদা বলেন,সকল পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রচেষ্টার সূচনা বিন্দু হিসাবে পারমাণবিক হামলার বাস্তবতা জানানো গুরুত্বপূর্ণ।এছাড়া হিরোশিমা শান্তি স্মৃতি জাদুঘর পরিদর্শন পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে নেতাদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে বলে জানান প্রধানমন্ত্রী কিশিদা।
উল্লেখ্য,জাদুঘরটি পারমাণবিক বোমায় নিহতদের জিনিসপত্র, ছবি এবং অন্যান্য সামগ্রী প্রদর্শন করে। ১৯৪৫ সালের ৬ আগস্ট বিশ্বের প্রথম পারমাণবিক হামলায় আনুমানিক ১৪০,০০০ মানুষ মারা গিয়েছিল।
আর সি