- বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

| আশ্বিন ৪ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দুতাবাসের বিবৃতি

বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইনটি ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ২২:৪১, ১৪ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইনটি ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই

বাংলাদেশের জাতীয় সংসদে নতুন সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) পাস হওয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বলেছে, দুর্ভাগ্যবশত, সাইবার নিরাপত্তা আইন অনেক দিক দিয়েই এর আগের  ডিজিটাল নিরাপত্তা আইনের মতো। 

বৃহস্পতিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে এ মন্তব্য করা হয়েছে।

নতুন পাস হওয়া আইনটিকে দুঃখজনক মন্তব্য করে বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংসদে নতুন সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) পাসের বিষয়টি লক্ষ্য করেছে। আমরা মনে করি এটা দুঃখজনক যে, নতুন আইনটির আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতে বাংলাদেশ সরকার অংশীজনদের এটি পর্যালোচনা এবং তাদের মতামত অন্তর্ভুক্ত করার পর্যাপ্ত সুযোগ দেয়নি। 

বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যবশত, সাইবার নিরাপত্তা আইন অনেক দিক দিয়েই এর আগের  ডিজিটাল নিরাপত্তা আইনের মতো। এই আইনেও মত প্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, জামিন অযোগ্য ধারা বহাল রাখা হয়েছে এবং সমালোচকদের গ্রেপ্তার, আটক ও কণ্ঠরোধ করতে খুব সহজেই এর অপব্যবহার হতে পারে।

উল্লেখ্য, গতকাল বুধবার বিনা পরোয়ানায় গ্রেপ্তার, সর্বোচ্চ শস্তি কোটি টাকা জরিমানা ও ১৪ বছরের কারাদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে বিতর্কিত ‘সাইবার নিরাপত্তা বিল’ ২০২৩ পাস করা হয়। 

আরএ