- মঙ্গলবার ২১ মে ২০২৪

| জ্যৈষ্ঠ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ডাব্লুএইচও-এর বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার জন্য নতুন সংস্থা স্থাপনে সম্মত জাপান

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৪৬, ১১ আগস্ট ২০২২

ডাব্লুএইচও-এর  বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার জন্য নতুন সংস্থা স্থাপনে সম্মত জাপান

ছবি:কিয়োদো নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার জন্য নতুন সংস্থা স্থাপন করতে হয়েছে সম্মত জাপান।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে এই খবর জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস মে মাসে ফোন আলাপকালে জাপানে নতুন সংস্থা স্থাপনের বিষয়ে সম্মত হন। যার লঞ্চটি পশ্চিম জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত হবে জি-৭-এর শীর্ষ সম্মেলনের সময় নতুন সংস্থার স্থান নির্ধারিত হতে পারে বলে জানায় মন্ত্রণালয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়,নতুন সংস্থা সার্বজনীন স্বাস্থ্য কভারেজ সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং করোনভাইরাস সহ সংক্রামক রোগের বিস্তার রোধে একটি কাঠামো তৈরি করবে।জাপানের জাতীয় স্বাস্থ্য বীমা ব্যবস্থা দীর্ঘ আয়ুর দিকে পরিচালিত করেছে, তাই সরকার ডাব্লুএইচও-এর নতুন সংস্থার জন্য সেই সাফল্যকে কাজে লাগাবে বলে আশা করা হচ্ছে।  

আর সি