- শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬

| পৌষ ২৬ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

‘অনির্দিষ্টকাল’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ৮ জানুয়ারি ২০২৬

‘অনির্দিষ্টকাল’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চভবন সিনেটে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

এএফপি জানায়, মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বুধবার (৭ জানুয়ারি) মায়ামিতে গোল্ডম্যান স্যাকস এনার্জি ইভেন্টে বলেন, ‘আমরা ভেনেজুয়েলা থেকে তেল বাজারজাত করব- প্রথমে সংরক্ষিত তেল এবং এরপর ভবিষ্যতে ‘অনির্দিষ্টকাল’ ধরে ভেনেজুয়েলা থেকে উৎপাদিত তেল বাজারে বিক্রি করব।’

ট্রাম্প গত মঙ্গলবার সামজিক যোগাযোগ মাধ্যমে জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল ‘উচ্চ মানের ও নিষেধাজ্ঞাভুক্ত’ তেল যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করবে এবং এই তেল বাজার মূল্যে বিক্রি করার মাধ্যমে যে আয় হবে তা তার ব্যক্তিগত নিয়ন্ত্রণে রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এই পদক্ষেপের লক্ষ্য হলো, তেলের প্রবাহ পুনরায় চালু করা, তা মার্কিন রিফাইনারিগুলোর কাছে পৌঁছানো এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ‘শেপার্ড একাউন্টসে’ অর্থ জমা করে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র দুই দেশই লাভবান হওয়া।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে নিষিদ্ধ ভেনেজুয়েলার তেলের অবরোধ ‘বিশ্বের যেকোনো স্থানে’ কার্যকর রয়েছে। মার্কিন বাহিনী ক্যারিবীয় সাগর ও উত্তর আটলান্টিকে ট্যাংকার জাহাজ জব্দ করার পর তিনি একথা বলেন।

হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘ভেনেজুয়েলার নিষিদ্ধ ও অবৈধ তেলের অবরোধ বিশ্বের যেকোনো স্থানে পুরোপুরি কার্যকর।’

এরই মধ্যে মার্কিন সেনাবাহিনী আন্তর্জাতিক জলসীমায় একটি নিষিদ্ধ জাহাজ  (এমটি মারিনেরা) জব্দ করেছে।  যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে এটি আটক করা হয়েছে এবং এটিকে আন্তর্জাতিক ফরোয়ার্ডে ট্র্যাক করা হচ্ছিল।