জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বৃহস্পতিবার তাদের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন।
কিশিদা এবং মার্কোস'কে হোয়াইট হাউসে স্বাগত জানান বাইডেন এবং বলেন যে তিনি তাদের ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলকে "নতুন উচ্চতায়" নিয়ে যেতে চান। বৈঠকে জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে অবকাঠামো প্রকল্প এবং সামুদ্রিক নিরাপত্তা পর্যন্ত সব কিছু নিয়েই আলোচনা হয়েছে।
বাইডেন বলেন, "যখন আমরা এক হয়ে দাঁড়াই, তখন আমরা সবার জন্য অপেক্ষাকৃত ভাল ভবিষ্যত গড়ে তুলতে পারি।"
কিশিদা বলেন, "জাপান, যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইন হল প্রশান্ত মহাসাগর দ্বারা সংযুক্ত সামুদ্রিক রাষ্ট্র এবং প্রকৃতিগত অংশীদার।"
মার্কোস বলেন, "বর্তমানে আমরা যে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি, তা সামাল দেওয়ার জন্য প্রত্যেক পক্ষের সমন্বিত প্রচেষ্টা, অভিন্ন উদ্দেশ্য সাধনে নিজেদের নিয়োজিত করা এবং নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অটলভাবে অঙ্গীকারাবদ্ধ থাকা প্রয়োজন।"
নেতারা এ ব্যাপারে একমত হন যে, ফিলিপাইন তার একান্ত অর্থনৈতিক অঞ্চলে, তাদের ভাষায় চীনের "আগ্রাসী কৌশল"এর "চাপের মধ্যে পড়ছে"।
এম কে এম