
নানা নাটকীয়তার মধ্য দিয়ে ওয়ানডে অধিনায়কত্বকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নিলেন তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রাত ৮ টায় শুরু হয় বৈঠক।
এর আগে সন্ধ্যা ৭ টা ৪৩ মিনিটে বিসিবি প্রধানের বাসায় আসেন তামিম ইকবাল।
ওয়ানডে অধিনায়কের আগে সেখানে যান ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এ ছাড়া বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এই বৈঠকে উপস্থিত থাকেন।
আর এ এস