- মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬

| পৌষ ৩০ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

সবোজলাইয়ের ভুলেও লিভারপুলের বড় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ১৩ জানুয়ারি ২০২৬

সবোজলাইয়ের ভুলেও লিভারপুলের বড় জয়

একবার অবিশ্বাস্য গোল করে নায়ক, পরক্ষণেই মারাত্মক ভুলে খলনায়ক! ডোমিনিক সবোজলাইয়ের এমন অম্ল-মধুর পারফরম্যান্সের রাতে অবশ্য বড় জয় আটকায়নি লিভারপুলের। এফএ কাপের তৃতীয় রাউন্ডে তৃতীয় স্তরের দল বার্নসলিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে অলরেডরা।

সোমবার রাতে অ্যানফিল্ডে ৯ মিনিটেই দূরপাল্লার শটে দলকে এগিয়ে দেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার সবোজলাই। এরপর ৩৬ মিনিটে এফএ কাপ অভিষেকেই জালের দেখা পান রাইট ব্যাক জেরেমি ফ্রিমপং। তবে ম্যাচের ৪০ মিনিটে অদ্ভুত এক ভুল করে বসেন সবোজলাই। গোলরক্ষক জর্জি মামারদাশভিলিকে ব্যাকহিল পাসে বল দিতে গিয়ে তিনি তা তুলে দেন প্রতিপক্ষের অ্যাডাম ফিলিপসের পায়ে। লিভারপুল একাডেমির সাবেক ছাত্র ফিলিপস সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমান।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ নষ্টের পর ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় ফ্লোরিয়ান ভির্টজ ম্যাচে লিভারপুলের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন। ডান দিক থেকে বাঁকানো শটে তিনি স্কোরলাইন ৩-১ করেন। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ভির্টজের অ্যাসিস্ট থেকে হুগো একিতিকে দলের চতুর্থ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে নিজের ভুলের জন্য অনুতপ্ত সবোজলাই বলেন, ‘একটি ভুলে আমরা নিজেরাই ম্যাচ কঠিন করে তুলেছিলাম। ফুটবলে এমন হয়। তবে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, পরের রাউন্ডে উঠেছি। পুরো স্কোয়াডের সবাইকে আমাদের প্রয়োজন।’