- বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

| আশ্বিন ৪ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

দুই দিনের মাথায় দ্বিতীয়বারের মতো আবারো সিডনিতে ছুরি হামলা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ০১:৪৯, ১৬ এপ্রিল ২০২৪

দুই দিনের মাথায় দ্বিতীয়বারের মতো আবারো সিডনিতে ছুরি হামলা

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে আবারও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার সিডনির একটি শপিংমলে ছুরি হামলার ঘটনা ঘটে। একজন হামলাকারী অন্তত ৯ জনকে ছুরিকাঘাত করে। এর মধ্যে পাঁচজন নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারীও। দুদিন পরই সোমবার সেই সিডনিতেই আবারও ছুরি হামলার ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিডনির ওয়াকেলি শহরতলির একটি চার্চে সারমন তথা ধর্মীয় উপদ্দেশমূলক বক্তব্য দেওয়ার সময় একজন বিশপ ও আরও কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়।

হামলার খবর পাওয়ার পর এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ছুরি হামলায় যারা আহত হয়েছেন তাদের কারও আঘাতই প্রাণঘাতী হয়নি। পুলিশ আরও জানিয়েছে, হামলায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় এখনো জানানো হয়নি।

এমআরএ/আরএ