- বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪

| অগ্রাহায়ণ ১৯ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

৭৪ বছর বয়সে মারা গেলেন জাপানি গায়ক ইচিরো মিজুকি

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:২০, ১২ ডিসেম্বর ২০২২

৭৪ বছর বয়সে মারা গেলেন জাপানি গায়ক ইচিরো মিজুকি

ছবি:দ্যা মাইনিচি

মারা গেলেন জাপানি গায়ক ইচিরো মিজুকি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ইচিরো মিজুকি, একজন জাপানি গায়ক যিনি "অ্যানিম গানের রাজা" হিসেবে পরিচি।আজ সোমবার গায়কের সংস্থা জানায় ৬ ডিসেম্বর (মঙ্গলবার) টোকিওর একটি হাসপাতালে ফুসফুসের ক্যান্সারে মারা গেছেন তিনি।

মিজুকির আসল নাম ছিল তোশিও হায়াকাওয়া।১৯৭২ সালের রোবট সিরিজ "ম্যাজিঞ্জার জেড" এবং লেইজি মাতসুমোটোর স্পেস অপেরা "স্পেস পাইরেট ক্যাপ্টেন হারলক" এর  থিম গান গাওয়ার জন্য বিখ্যাত হন তিনি।

১৯৬৮ সালে একজন পপ সঙ্গীত গায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন মিজুকি।১৯৭১ সালে "গেনশি শোনেন রিউ" (রিউ, দ্য কেভ বয়) এর থিম গানের জন্য কণ্ঠ দেওয়ার পর অ্যানিমে গানে তার কর্মজীবন শুরু করেন তিনি।

মিজুকির এজেন্সি জানায়,মিজুকি জুলাই মাসে ঘোষণা করেছিলেন যে তিনি ফুসফুসের ক্যান্সারের জন্য চিকিৎসাধীন আছেন।২৭ নভেম্বর তার শেষ লাইভ পারফরম্যান্সের জন্য  হুইলচেয়ারে মঞ্চে উপস্থিত তিনি ।মিজুকির রোগ নির্ণয়ের পরেও তিনি "আজীবন সক্রিয় সেবা" করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে জানায় গায়কের সংস্থাটি।

    

আর সি