- শনিবার ০৯ নভেম্বর ২০২৪

| কার্তিক ২৫ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

৬.৩ মাত্রার ভুমিকম্প আঘাত হেনেছে ইশিকাওয়া প্রিফেকচারে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ৫ মে ২০২৩

৬.৩ মাত্রার ভুমিকম্প আঘাত হেনেছে ইশিকাওয়া প্রিফেকচারে

ছবি:দ্যা মাইনিচি

৬.৩ মাত্রার ভুমিকম্প আঘাত হেনেছে মধ্য জাপানের ইশিকাওয়াতে।আবহাওয়া অধিদপ্তর জানায় আজ শুক্রবার দুপুর ২টা ৪২ মিনিটে মধ্য জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে ৬.৩ মাত্রার ভুমিকম্পটি আঘাত হেনেছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, ভূমিকম্পটি ঘটেছে দুপুর ২টা ৪২ মিনিটে।ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।প্রাথমিকভাবে রিপোর্ট ভুমিকম্পের মাত্রা ছিল ৬.৩।পাশাপাশি  ইশিকাওয়া প্রিফেকচারের কিছু অংশে ভূমিকম্পের তীব্রতা স্কেল ছিল সর্বোচ্চ ৭ এবং ৬। 

আবহাওয়া অধিদপ্তর জানায়,ভূমিকম্পের কারণে সমুদ্রের পৃষ্ঠের কোনও ওঠানামা ক্ষতি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এছাড়া এই ভুমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংস ইনকর্পোরেটেড জানায়, নিকটবর্তী নিগাতা প্রিফেকচারের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা সনাক্ত করা যায়নি এই ভুমিকম্পের ফলে। 

আর সি