- বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

| আশ্বিন ৪ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

হোক্কাইদোর শিরেতোকোতে হাঁটার অনুষ্ঠানে ১৫০ জনের যোগদান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ০১:৩৩, ১৬ এপ্রিল ২০২৪

হোক্কাইদোর শিরেতোকোতে হাঁটার অনুষ্ঠানে ১৫০ জনের যোগদান

ছবি: এনএইচকে

প্রায় ১৫০ জন লোক রবিবার জাপানের উত্তরাঞ্চলীয় জেলা হোক্কাইদোতে তুষারময় ও প্রকৃতি-সমৃদ্ধ শিরেতোকো উপদ্বীপ জুড়ে এক হাঁটার অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

শিরেতোকো ওদান দোরো শীতকালের জন্য বন্ধ থাকার পরে পুনরায় খোলার আগে পথটিতে হাঁটার এই আয়োজন করা হয়। পথের অংশ বিশেষে সাত মিটার পর্যন্ত উঁচু তুষারের দেয়াল রয়েছে।

পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো এই আয়োজন করা হলো। এলাকাটি ইউনেস্কো বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থানের তালিকাভুক্ত।

ওই সড়ক ধরে ৭.৫ কিলোমিটার দীর্ঘ একটি হাঁটার পথে, অংশগ্রহণকারীরা রাউসু পর্বতের একটি দুর্দান্ত দৃশ্য'সহ দেয়াল এবং ভূ-দৃশ্য অবলোকন করেন।

অনুষ্ঠানে একটি শক্তিশালী তুষার সরানোর গাড়ির মাধ্যমে তুষার পরিষ্কার করার একটি প্রদর্শনীও দেখানো হয়। (এনএইচকে)

এমআরএ/আরএ