- বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

| আশ্বিন ৪ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষায় বসেছে মেরাজ

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২:৩০, ৩ ডিসেম্বর ২০২১

বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষায় বসেছে মেরাজ

ছবি:টোকিও বাংলা নিউজ

বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষায় বসেছে বাংলাদেশের মেরাজ হক।পরীক্ষা শেষে অংশ নেন বাবার দাফনে।মেরাজের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বড়ভিটায়।মেরাজ হক ফুলবাড়ী ডিগ্রি কলেজের বিএম শাখার এইচএসসি পরীক্ষার্থী।

পরিবারের লোকজন ও বন্ধুরা জানান,মেরাজ হকের বাবা শরিফুল হক মিল্টন বুধবার মধ্যরাতে নিজ বাড়িতে হার্টঅ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।এমন অবস্থায় বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়ে মেরাজ।

বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখেন,৩ নম্বর কক্ষে বসে পরীক্ষা দিচ্ছেন মেরাজ হক। এক হাতে চোখের পানি মুছে অন্য হাতে পরীক্ষার খাতায় লিখে চলছেন।আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছেন মাঝেমধ্যে।তাঁকে সান্ত্বনা দিচ্ছেন পাশের পরীক্ষার্থী সহপাঠীরা।পরীক্ষা শুরুর কিছু সময়ের মধ্যে তার বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পুরো কেন্দ্রে নেমে আসে শোকের ছায়া। 

আর সি