- বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

| আশ্বিন ৪ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

`নফরত জিত গ্যায়ি, আর্টিস্ট হার গ্যায়া`

আর এ সুজন

প্রকাশিত: ০৩:২৭, ২৯ নভেম্বর ২০২১

`নফরত জিত গ্যায়ি, আর্টিস্ট হার গ্যায়া`

'নফরত জিত গ্যায়ি, আর্টিস্ট হার গ্যায়া'; এটাই ছিল জনপ্রিয় কমেডিয়ান মুনাবর ফারুকি'র ইনষ্টাগ্রামে একটি অধ্যায়ের শেষ আক্ষেপ। ভারতের গুজরাটের জু নাগারে জন্ম নেয়া ২৯ বছর বয়সের এ কমেডিয়ানের তিল তিল করে বেড়ে উঠার পর ঝরে পড়া শেষ বিন্দু।

এর আগে শুধু ২০২১ সালেই তাকে নানা ভাবে হেনস্তা হতে হয়েছে বহুবার। জেলের অন্ধকারে কাটাতে হয়েছে প্রায় ১ মাস। অপরাধ হলো: কমেডির সাথে কেন রাজনীতি? কেন বাস্তবতা? 


কিন্তু আসলে কি এর কারণ এগুলোই? নাকি এর বাইরেও কিছু?


অভিযোগ আছে, মুনাবর তার কমেডিতে দেব-দেবীদের নিয়ে অসন্মানসূচক কথা বলেন। কিন্তু প্রমান দিতে পারেন না। তবুও হেরে যেতে হয় মুনাবরকে। একবার নয়, বারবার। তাইতো গত ২ মাসে প্রায় ১ ডজন শো বাতিল করতে হয় এই কমিডিয়ানকে। তাতেওতো ক্ষ্রান্ত হয়নি উগ্রবাদী হিন্দুরা। এবার সরাসরি হামলা-হত্যার হুমকি। কিন্তু সমাজ, আইন সবই যেন মুনাবরের বিরুদ্ধে। তাইতো পুলিশকে মুনাবরের নিরাপত্তা না দিয়ে বরং অনুষ্ঠানই বন্ধ করে দিতে হয় !


এতগুলো ভাসা ভাসা কথা বলার একটাই কারন। আর তা হলো কমেডিয়ান মুনাবর ফারুকি'র এই পেশা থেকে বিদায়। জীবনের নিরাপত্তা আর কষ্ট নিয়ে এমন বিদায় ভারত সরকারও সাদরে মেনে নেয় কিনা; এখন শুধু তা দেখার অপেক্ষায়।

 

আর এ সুজন
সম্পাদক
টোকিও বাংলা নিউজ ডট কম।

আর এ/আর এ এস