- শনিবার ০৫ অক্টোবর ২০২৪

| আশ্বিন ২০ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

পররাষ্ট্রমন্ত্রী হায়াশিকে চীন সফরের আমন্ত্রণ

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:২২, ২২ নভেম্বর ২০২১

পররাষ্ট্রমন্ত্রী হায়াশিকে চীন সফরের আমন্ত্রণ

ছবি:ইন্টারনেট

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশিকে চীনে সরকারী সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং।পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি রবিবার বলেছেন যে, সাম্প্রতিক এক ফোনালাপে এ আমন্ত্রণ জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট সুত্র থেকে জানা যায় যে,হায়াশি এবং ওয়াং তাদের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করার প্রয়োজনে সফরে একমত হন।কিন্তু বৃহস্পতিবার কথা বলার সময় তারা আঞ্চলিক ও মানবাধিকার ইস্যুতে এক মত ছিলেন না।

আর সি