- মঙ্গলবার ২১ মে ২০২৪

| জ্যৈষ্ঠ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

জাপানের বাজারে আসছে তিনটি নতুন নোট

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৭:০০, ২৫ জুন ২০২৩

জাপানের বাজারে আসছে তিনটি নতুন নোট

ছবি:কিয়োদো নিউজ

২০ বছরের মধ্যে প্রথমবারের মতো তিনটি নতুন ইয়েনের নোট বাজারে ছাড়বে জাপান সরকার।জুলাই মাস থেকে জাপানের সবকটি শহরে  ১০,০০০ ও ৫,০০০ এবং ১,০০০  ইয়েনের নতুন সংস্করণের নোট পাওয়া যাবে।

অর্থমন্ত্রনালয় জানায়, নতুন নোটগুলিতে মাইক্রোবায়োলজিস্ট শিবাসাবুরো কিটাসাতো থাকবে।তিনটি নোটের পিছনে যথাক্রমে উকিও-ই শিল্পী কাটসুশিকা হোকুসাই-এর টোকিও স্টেশন বিল্ডিং, উইস্টেরিয়া এবং মাউন্ট ফুজির ছবি থাকবে।জালিয়াতি রোধ করতে নোটগুলিতে হলোগ্রাম অন্তর্ভুক্ত করবে সরকার।

উল্লেখ্য,২০০৪ সালের পর  নতুন সংস্করণ প্রকাশ করছে জাপান সরকার। ব্যাংক অফ জাপান দ্বারা জারি করা নোটগুলি বর্তমানে জাতীয় মুদ্রণ ব্যুরো দ্বারা মুদ্রিত হচ্ছে বলে জানায় অর্থমন্ত্রনালয়। 
 

আর সি