- মঙ্গলবার ২১ মে ২০২৪

| জ্যৈষ্ঠ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

দেশব্যাপী শিশুদের ব্যবহৃত বাসে নিরাপত্তা ডিভাইস স্থাপন বাধ্যতামূলক

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:২২, ১২ অক্টোবর ২০২২

দেশব্যাপী শিশুদের ব্যবহৃত বাসে নিরাপত্তা ডিভাইস স্থাপন বাধ্যতামূলক

ছবি:কিয়োদো নিউজ

দেশব্যাপী শিশুদের কিন্ডারগার্টেন এবং ডে কেয়ার সেন্টারে ব্যবহৃত বাসে নিরাপত্তা ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।আজ বুধবার শিশুদের সংক্রান্ত দায়িত্বে থাকা মন্ত্রী মাসানোবু ওগুরা বলেন, আগামী এপ্রিল থেকে দেশব্যাপী কিন্ডারগার্টেন এবং শিশু ডে কেয়ার সেন্টারে ব্যবহৃত প্রায় ৪৪ হাজার বাসে নিরাপত্তা ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরআগে গত মাসে শিজুওকা প্রিফেকচারে একটি ৩ বছর-বয়সী মেয়ের কিন্ডারগার্টেন বাসের মধ্যে মৃত্যু হয়েছে।কয়েক ঘন্টা বাসের মধ্যে একা রেখে যাওয়ায় হিটস্ট্রোকে মারা যায় শিশুটি।এই ঘটনার পরই সরকার কিন্ডারগার্টেন এবং ডে কেয়ার সেন্টারে ব্যবহৃত বাসে নিরাপত্তা ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী মাসানোবু ওগুরা।

তিনি বলেন,নতুন এই আদেশ লঙ্ঘন করলে সে সকল কিন্ডারগার্টেন বা ডে কেয়ার সেন্টারগুলোকে স্থগিত করার আদেশ দেওয়া হবে।এই পরিকল্পনাটিকে দ্রুত বাস্তবায়নকে উৎসাহিত করার জন্য সরকার প্রতি বাসে সর্বোচ্চ ২০০,০০০ ইয়েন ($১,৪০০) পর্যন্ত নিরাপত্তা ডিভাইস স্থাপনের খরচের ৯০ শতাংশ ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।নতুন সম্পূরক বাজেট থেকে নিরাপত্তা ডিভাইস স্থাপনের খরচের ভর্তুকির প্রস্তাবটি এই বছরের শেষের দিকে সংসদে জমা দেওয়ার পরিকল্পনা করছে সরকার।   

আর সি