- বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

| আশ্বিন ৪ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের অংশীদার হবে জাপান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ১৩ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের অংশীদার হবে জাপান

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। তিনি অঙ্গীকার করেন যে তার দেশ স্বাধীনতা ও গণতন্ত্রের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের "বৈশ্বিক অংশীদার" হিসেবে কাজ করবে।

প্রায় নয় বছরের মধ্যে কিশিদাই হলেন প্রথম জাপানি নেতা যিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দিলেন।

বক্তৃতায় কিশিদা বলেন, "যুক্তরাষ্ট্র অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগত শক্তির মাধ্যমে যুদ্ধোত্তর বিশ্বে আন্তর্জাতিক ব্যবস্থাকে গড়ে তুলেছে।"

কিশিদা গুরুত্ব দিয়ে একথা উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র "স্বাধীনতা ও গণতন্ত্রকে সমুন্নত রেখেছে" এবং "জাপান'সহ বিভিন্ন দেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনকে উৎসাহিত করেছে।"

কিশিদা বলেন, "জাপান এখনই যুক্তরাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।" তিনি এই বলে নিশ্চয়তা দেন যে যুক্তরাষ্ট্র "একা নয়।" কিশিদা আরো বলেন যে জাপান তার "আমেরিকার ঘনিষ্ঠতম মিত্র হওয়ার দৃষ্টিভঙ্গিটি আরো প্রসারিত করেছে" এবং এখন যুক্তরাষ্ট্রের "বৈশ্বিক অংশীদার" হিসেবে ভূমিকা রাখছে।

এম কে এম