- শুক্রবার ১৭ মে ২০২৪

| জ্যৈষ্ঠ ৩ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

প্রতি সপ্তাহে ১০,০০০ বিদেশী শিক্ষার্থীকে জাপান প্রবেশের অনুমতি দেবে সরকার

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:০৯, ১১ মার্চ ২০২২

প্রতি সপ্তাহে ১০,০০০ বিদেশী শিক্ষার্থীকে জাপান প্রবেশের অনুমতি দেবে সরকার

ছবি:আছাহি ডট কম

প্রতি সপ্তাহে প্রায় ১০,০০০ বিদেশী শিক্ষার্থীকে দেশে প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করেছে জাপান সরকার।স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির ক্যাবিনেট সচিব হিরোকাজু মাতসুনো এ তথ্য জানায়।সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা শিথিল করার পর মার্চের মাঝামাঝি থেকে এই পরিকল্পনা শুরু হবে বলে জানায় জাপান সরকার।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, করোনার কারনে জাপানের বাইরে থেকে ১,১০,০০০ বা তার বেশি শিক্ষার্থীরা গত ১ বছরেরও বেশি সময় ধরে জাপানে প্রবেশ করতে পারছে না।অবশেষে মে মাসের শেষের দিকে এ সকল শিক্ষার্থীরা জাপানে আসতে পারবে।

এর আগে জাপান সরকার ২৬ ফেব্রুয়ারি দেশটির কঠোর প্রবেশ নিষেধাজ্ঞাগুলি শিথিল করার আগে বিদেশী ছাত্র এবং ব্যবসায়ীদের প্রবেশের অনুমতি দেওয়াসহ বিশ্ববিদ্যালয় এবং স্পনসর সংস্থাগুলির কাছ থেকে অনলাইন আবেদন গ্রহণ করার অনুমতি দিয়েছে।  

আর সি