- মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

| বৈশাখ ১৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো মহাকাশচারী নিয়োগ করেছে জাপান মহাকাশ সংস্থা

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:২৮, ২০ ডিসেম্বর ২০২১

১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো মহাকাশচারী নিয়োগ করেছে জাপান মহাকাশ সংস্থা

ছবি:কিয়োদো নিউজ

জাপান মহাকাশ সংস্থা ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো মহাকাশচারী নিয়োগ শুরু করেছে।জাপানের মহাকাশ সংস্থা সোমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিশন চালানোর জন্য এবং মার্কিন নেতৃত্বাধীন চন্দ্র অন্বেষণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নতুন নভোচারীদের নিয়োগ শুরু করেছে।  

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জানায়,২০২২ সালের ৪ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করবে এবং ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ শেষ করবে।প্রাথমিক স্ক্রীনিংয়ের পরে নির্বাচিত আবেদনকারীদের চার দফা পরীক্ষা  দিতে হবে। 

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি আরও জানায়,নিয়োগ সম্পর্কে বিশদ বিবরণ জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি(JAXA) এর ওয়েবসাইটে পাওয়া যাবে।  ২০২২ সালের মার্চের শেষ পর্যন্ত কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ আবেদনকারীদের খুঁজছে বলে জানায় এজেন্সি।

আর সি