- শুক্রবার ১৭ মে ২০২৪

| জ্যৈষ্ঠ ৩ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ভূমিকম্প-বিধ্বস্ত উপদ্বীপ পরিদর্শন সম্রাট ও সম্রাজ্ঞীর

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫, ২৩ মার্চ ২০২৪

ভূমিকম্প-বিধ্বস্ত উপদ্বীপ পরিদর্শন সম্রাট ও সম্রাজ্ঞীর

জাপানের সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো নববর্ষের দিনে আঘাত হানা মারাত্মক ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। ওয়াজিমা এবং সুযু শহর জাপান সাগর উপকূলস্থ ইশিকাওয়া জেলার নোতো উপদ্বীপে অবস্থিত।

টোকিওর হানেদা বিমানবন্দর থেকে একটি বিমানে আজ শুক্রবার বেলা ১১টার আগে সম্রাট দম্পতি নোতো সাতোইয়ামা বিমানবন্দরে গিয়ে পৌঁছান। এরপর বিকেলে জাপান আত্মরক্ষা বাহিনীর হেলিকপ্টারে করে তারা ওয়াজিমা শহরের উদ্দেশ্যে যাত্রা করেন।

২০১৯ সালে সম্রাট সিংহাসনে আরোহনের পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই দম্পতি, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বজায় থাকা কোনো এলাকা পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, শহরটি কেবল ভূমিকম্প নয়, এরপরে একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের কারণেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আগুনে শহরের কেন্দ্রস্থলে আসাইচি সড়ক নামে পরিচিত একটি এলাকা ভস্মীভূত হয় এবং শহর জুড়ে মোট ১০২ জনের প্রাণহানি ঘটে।

সম্রাট দম্পতি শহরের ভেতর দিয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ এলাকায় যাওয়ার সময় পথিমধ্যে ধ্বসে পড়া ভবনগুলোও অতিক্রম করেন। শহরের মেয়র সাকাগুচি শিগেরুর কাছ থেকে এবিষয়ে ব্যাখ্যা পাওয়ার পর তারা ওই স্থানে গভীরভাবে মাথা নুইয়ে সমবেদনা প্রকাশ করেন।

এরপর, সম্রাট এবং সম্রাজ্ঞী কাছাকাছি একটি গণ-স্থাপনা পরিদর্শন করেন, যেখানে ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া ১শ জনেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। তারা হাঁটু গেড়ে বসে এই ভুক্তভোগীদের সাথে কথা বলেন।

এম কে এম