- বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

| আশ্বিন ৪ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ওসাকা-কানসাই ২০২৫ এক্সপো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪, ১৪ এপ্রিল ২০২৪

ওসাকা-কানসাই ২০২৫ এক্সপো

পশ্চিম জাপানের ওসাকা শহরে ২০২৫ সালের বিশ্ব প্রদর্শনী আজ শমিবার থেকে ঠিক এক বছর পর শুরু হবে।

রিং নামে পরিচিত বিশাল আকারের একটি ছাদের নির্মাণ কাজ চলছে। শহরের ইয়ুমেশিমা এলাকায় কাঠের তৈরি বৃহৎ আকারের সেই কাঠামোটি হবে প্রধান একটি কেন্দ্রীয় আকর্ষণ।

অংশগ্রহণকারী ৫০টিরও বেশি দেশ তাদের নিজস্ব প্যাভিলিয়ন তৈরি বিবেচনা করে দেখলেও, এদের মধ্যে দশটিরও বেশি এখনও পর্যন্ত ঠিকাদার খুঁজে পায়নি।

২০২৫ সালের বিশ্ব প্রদর্শনীর জাপান সমিতির কর্মকর্তারা এনএইচকে বলেছেন যে, বাজেটের সীমাবদ্ধতা এবং অন্যান্য কারণ বিবেচনা করার সময় বাস্তবতার একটি চাপের মুখোমুখি হওয়া দেশগুলোর জন্য জরুরী প্রয়োজন।

সমিতি সেইসব দেশকে তাদের প্রস্তাবিত বিভিন্ন সুবিধা ব্যবহার করা বিবেচনা করে দেখার অনুরোধ জানিয়েছে।

এক্সপোর নির্ধারিত স্থানে প্রবেশের মত সম্ভাব্য বিভিন্ন পরিচালনা সংক্রান্ত চ্যালেঞ্জ সামাল দেয়ার পরিকল্পনাও সমিতি করছে।

জাপানে এক্সপো নিয়ে জনগণের মধ্যে উৎসাহের ঘাটতি রয়েছে বলে জানা গেছে। এমাসের শুরুতে এনএইচকে'র চালানো এক জনমত জরিপে ৩১ শতাংশ উত্তরদাতা এক্সপো নিয়ে আগ্রহ প্রকাশ করলেও ৬৩ শতাংশ বলেছেন যে তারা আগ্রহী নন৷

ওসাকা-কানসাই এক্সপো ২০২৫ এপ্রিল মাসের ১৩ তারিখ থেকে অক্টোবরের ১৩ তারিখ পর্যন্ত ছয় মাস ধরে চলবে।

এম কে এম