- বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

| আশ্বিন ৪ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

পরীক্ষার সময় জাপানি মহাকাশ সংস্থার রকেট ইঞ্জিন বিস্ফোরণ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ১৪ জুলাই ২০২৩

পরীক্ষার সময় জাপানি মহাকাশ সংস্থার রকেট ইঞ্জিন বিস্ফোরণ

ছবি:কিয়োদো নিউজ

পরীক্ষার সময় বিস্ফোরিত হয়ছে জাপানি মহাকাশ সংস্থার এপসিলন এস ছোট রকেট ইঞ্জিন।জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জানায় আজ শুক্রবার একটি পরীক্ষার সময় বিস্ফোরিত হয়েছে রকেট ইঞ্জিনটি।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জানায়,আকিতা প্রিফেকচারের নোশিরো টেস্টিং সেন্টারে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। দ্বিতীয় পর্যায়ের ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট শুরু হওয়ার প্রায় এক মিনিট পর ঘটনাটি ঘটে।

উল্লেখ্য,স্যাটেলাইট উৎক্ষেপণ বাজারে জাপানের প্রতিযোগিতা বাড়ানোর জন্য এপসিলন সিরিজের রকেট ইঞ্জিন এপসিলন এস তৈরি করছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি।     

আর সি