- মঙ্গলবার ২১ মে ২০২৪

| জ্যৈষ্ঠ ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

২০২৮ সালে ১১ আসনের নতুন ব্যবসায়িক জেট চালু করবে হোন্ডা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ১৪ জুন ২০২৩

২০২৮ সালে ১১ আসনের নতুন ব্যবসায়িক জেট চালু করবে হোন্ডা

ছবি:কিয়োদো নিউজ

২০২৮ সালে ১১ আসনের নতুন ব্যবসায়িক জেট চালু করবে হোন্ডা এয়ারক্রাফ্ট কোম্পানি।আজ বুধবার হোন্ডা মোটর কোম্পানির মার্কিন ভিত্তিক বিমান ইউনিট জানায়,১১ জন যাত্রী করতে পারে এমন একটি   নতুন ছোট আকারের ব্যবসায়িক জেট চালু করবে হোন্ডা।পাশাপাশি ২০২৮ সালের দিকে প্লেনটিকে বাজারে আনার পরিকল্পনা করছে তাদের কোম্পানি।

হোন্ডা এয়ারক্রাফ্ট জানায়,নতুন জেটটিকে বাণিজ্যিকীকরণের জন্য মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট পরিচালনার জন্য সার্টিফিকেশন পাওয়ার পরিকল্পনা করছে।

নতুন এয়ারক্রাফ্টটি সাধারণ হালকা জেটের তুলনায় ২০ শতাংশ ভাল জ্বালানী দক্ষতা থাকবে।এটিই হবে কোম্পানির প্রথম পণ্য যা লাইট জেট ক্যাটাগরিতে বিক্রি করবে  বলে জানায় হোন্ডা এয়ারক্রাফ্ট।

হোন্ডা এয়ারক্রাফ্ট আরও জানায়,বিমানটি ২০২১ সালে উন্মোচিত হোন্ডাজেট-২৬০০ কনসেপ্ট মডেল হোন্ডা এয়ারক্রাফ্টের উপর ভিত্তি করে তৈরি করা হবে। অর্ডার গ্রহণের সময় এবং নির্দিষ্ট মূল্য পরবর্তী তারিখে ঘোষণা করা হবে।  

আর সি