- মঙ্গলবার ২১ মে ২০২৪

| জ্যৈষ্ঠ ৬ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

১২ বছর পর খুলেছে ফুকুশিমার `সাকুরা টানেল`

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:০৭, ১১ এপ্রিল ২০২২

১২ বছর পর খুলেছে ফুকুশিমার `সাকুরা টানেল`

১২ বছরেরও বেশি সময়ের পর প্রথমবারের মতো চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার জনসাধারণের জন্য খুলে দিয়েছে ফুকুশিমার ইয়োনোমোরি শহরের  'সাকুরা টানেল'। সারি সারি চেরি ব্লসম গাছের জন্য বিখ্যাত ইয়োনোমোরি  শহর।শহরের একটি রাস্তার পুরো অংশে "হানামি" চেরি ব্লসম উপভোগ করতে পারে দর্শনার্থীরা। 

ইয়োনোমোরি শহরের সরকারি কর্মকর্তারা পার্কিং লটের কাছে জীবাণুনাশক ডিসপেনসার স্থাপন করেছেন। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দর্শনার্থীদের আহ্বান জানিয়েছেন।  

২০১১ সালের গ্রেট ইস্ট জাপান ভূমিকম্প এবং সুনামির কারণে নিকটবর্তী ফুকুশিমা নং ১ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনবার গলিত হওয়ার কারণে এখন পর্যন্ত ফুকুশিমার ইয়োনোমোরি শহরটি নো-গো জোন এলাকা ছিল।


 

আর সি