- শুক্রবার ১৭ মে ২০২৪

| জ্যৈষ্ঠ ৩ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

বই মেলায় সব ধর্মের জন্য আলাদা আলাদা কর্নার বরাদ্দ দেয়া হোক

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:২৮, ২ নভেম্বর ২০২১

বই মেলায় সব ধর্মের জন্য আলাদা আলাদা কর্নার বরাদ্দ দেয়া হোক

৯০ দশকে মানুষের মুখে মুখে ফেরা যে গানগুলো ছিল তার বড় একটা অংশের গীতিকার লতিফুল ইসলাম শিবলী। আজ তিনি নিয়মিত গান না লিখলেও অন্যান্য পরিসরে লেখালেখি তার থেমে নেই। আজ তার সম্প্রতি একটি ফেইসবুক ষ্ট্যাটাস পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ 

বায়তুল মোকাররমের ছোট পরিসরের বই মেলাটা কি পরিমাণ জমজমাট আর কি পরিমাণে বেচাকেনা হচ্ছে সেটা চোখে না দেখলে বিশ্বাস হবে না। এদেশে ইসলামি বই পুস্তকের একটা বিশাল বাজার আছে। অবাক হয়ে লক্ষ্য করলাম আমাদের গণমাধ্যম বিষয়টাকে গোনায় ধরছে না, অবশ্য তাতে করে প্রচার না থাকলেও এদের প্রসার থেমে নেই । আমি প্রতি বছর এই মেলায় বই কিনতে যাই । মৌলিক গ্রন্থের পাশাপাশি সারা পৃথিবীর ইসলামি ঘারানার ফিকশন নন ফিকশন অনুবাদে সয়লাব পুরো মেলা। সময় থাকলে একবার ঘুরে আসুন।
আমার একটা দাবি আছে, আমাদের ২১শে বই মেলায় সব ধর্মের জন্য আলাদা আলাদা  কর্নার বরাদ্দ দেয়া হোক। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান  সহ সব ধর্মের বই এবং, সব ধর্মের পাঠকের জন্য সহজলভ্য করে দেয়া হোক। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে, কোন সন্দেহ নেই।