- রোববার ১৭ আগস্ট ২০২৫

| ভাদ্র ২ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

না ফেরার দেশে চলে গেলেন জাপানি ফ্যাশন ডিজাইনার ইসি মিয়াকে

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:২২, ৯ আগস্ট ২০২২

না ফেরার দেশে চলে গেলেন জাপানি ফ্যাশন ডিজাইনার ইসি মিয়াকে

ছবি:দ্যা মাইনিচি

জাপানের ফ্যাশন ডিজাইনার ইসি মিয়াকে চলে গেলেন না ফেরার দেশে।শুক্রবার লিভার ক্যান্সারে মারা যান এই ফ্যাশন ডিজাইনার।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।আজ মঙ্গলবার তার অফিস থেকে এই খবর জানিয়েছে।

ইসি মিয়াকে জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর হিরোশিমায় জন্মগ্রহণ করেন।তিনি ফ্যাশন শিল্পে অবদানের জন্য জাপানের অর্ডার অফ কালচারে সম্মানিত হন। 

আর সি