- শনিবার ৩০ আগস্ট ২০২৫

| ভাদ্র ১৫ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

কলকাতার সুবান রয়ের বাংলাদেশে অভিনয়ের আগ্রহ 

রীতা আক্তার

প্রকাশিত: ০১:১৬, ১২ নভেম্বর ২০২১

কলকাতার সুবান রয়ের বাংলাদেশে অভিনয়ের আগ্রহ 

সুপারস্টার বাল্ব, প্রাণ টমেটো সস, প্রান চিপসসহ বাংলাদেশের বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে অভিনয় করা কলকাতার শিল্পী সুবান রয় এবার বাংলাদেশের নাটক এবং সিনেমাতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের নাটক এবং সিনেমাতে তার অভিনয় দক্ষতা দিয়ে দেশটির দর্শকদের মন জয় করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। 

কলকাতার মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন এবং সিনেমা সব অঙ্গনে কাজ করা এই অভিনেতা বলেন, যখনই সময় পাই বাংলাদেশের নাটক এবং সিনেমা আমি দেখি। বাংলাদেশের অভিনেতাদের অভিনয় এবং সেখানকার সংস্কৃতি আমাকে আকৃষ্ট করে। যার জন্য আমি বাংলাদেশের মানুষদের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করতে চাই।

উল্লেখ্য, সুবান রয় থিয়েটারের মাধ্যমে কলকাতায় অভিনয় জগতে পদার্পন করেন। এরপর তিনি টেলিভিশনে বিভিন্ন ধারাবাহিকসহ দুটি সিনেমাতেও অভিনয় করেন। বর্তমানে তিনি গোবরডাঙার নকশা নাট্য সংস্থার সঙ্গেও কাজ করেছন।

আর এ/আর এ এস