
রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের ২৪ ঘণ্টার আকস্মিক বিদ্রোহের অবসানের পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআই এর এক প্রতিবেদনে জানায় আজ সোমবার সকালের দিকে মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগুকে একটি বিমানে দেখা যায়। এ সময় তার এক সহকর্মীও ওই বিমানে ছিলেন।
বার্তা সংস্থা আরআই জানায়,ইউক্রেনে ১৬ মাসের বেশি সময় ধরে লড়াইরত সৈন্যদের সাথে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।তবে কোথায়, কখন রাশিয়ার ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের সৈন্যদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি আরআইএ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিভিশন চ্যানেল জেডভেজদা বলেছে, শোইগুকে শারীরিকভাবে অক্ষত এবং শান্ত দেখা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ ওয়াগনারের সৈন্যদের জন্য যুদ্ধের পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় কয়েক মাস ধরে তাদের ওপর ব্যাপক ক্ষুব্ধ ছিলেন এই বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।
ন্যায়বিচার নিশ্চিত করার জন্য শনিবার শোইগু ও ভ্যালেরির বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়ে মস্কো অভিমুখে সৈন্যবহর পাঠিয়ে দেন তিনি। একই সঙ্গে রাশিয়ার এই দুই শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাকে তার হাতে তুলে দেওয়ার দাবি জানান।
পরে বেলারুশের মধ্যস্থতায় নাটকীয়ভাবে ওয়াগনারের বিদ্রোহের অবসান ঘটে। এরপর ওয়াগনার সৈন্যরা প্রিগোজিনের নির্দেশে ঘাঁটিতে ফিরে যান। আকস্মিক এই অস্থিতিশীল পরিস্থিতির পর থেকে গেরাসিমভকে এখন পর্যন্ত জনসম্মুখে দেখা যায়নি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ইউক্রেন থেকে রাশিয়ার রোস্তোভ প্রদেশে প্রবেশ করেন ওয়াগনার সেনারা।পুরো বাহিনীকে নেতৃত্ব দেন ইয়েভগেনি প্রিগোজিন নিজে। প্রথমে তারা রোস্তোভের সেনাবাহিনীর সদর দপ্তর দখল করেন। এরপর মস্কোর দিকে অগ্রযাত্রা শুরু করেন।
আর সি