
ছবি:দ্যা মাইনিচি
পূর্ব ও দক্ষিণ চীন সমুদ্র পরিস্থিতি নিয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে জাপান ও মালয়েশিয়া। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির সঙ্গে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাম্বরি আবদুল কাদিরের এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সম্মতি জানান তারা।
জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, গতকাল ১২ জুলাই জাপান ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি মোকাবেলায় একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রনালয় আরো জানায়, জাপান একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক কার্যনীতি পরিচালনার ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতাকে আরো জোরদারের আশা প্রকাশ করে।
এসময় দুই দেশের মধ্যে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক নিরাপত্তা ও জ্বালানি বিষয়ে আন্ত:সহযোগীতা বাড়ানোর বিষয়েও ফলপ্রসু আলোচনা হয় বলে জানানো হয় পররাষ্ট্রমন্ত্রনালয় থেকে।
একইদিনে পৃথকভাবে জাপানের পররাষ্ট্রমন্ত্রী পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী বেন্ডিতো ফ্রেইটাস এবং ব্রুনাই এর পররাষ্ট্র মন্ত্রনালয়ের দ্বিতীয় মন্ত্রী এরিওয়ান ইউসুফের সঙ্গেও আলাদা আলাদা বৈঠক করেছেন।
এদিকে জাকার্তায় অনুষ্ঠেয় আসিয়ান আঞ্চলিক ফোরামে যোগ দিতে দেশটিতে গতকাল পোঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী হায়াশি।
আর সি