- মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪

| কার্তিক ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

সফলভাবে চন্দ্রাভিযান শুরু করল ভারত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ২২:৫৫, ১৪ জুলাই ২০২৩

সফলভাবে চন্দ্রাভিযান শুরু করল ভারত

ছবি:কিয়োদো নিউজ

সফলভাবে চন্দ্রাভিযান শুরু করল ভারত।আজ শুক্রবার ভারতের স্থানীয় সময় ২ টা ৩৫ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের শ্রীহরিকোটা শহরের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতের নিজস্ব রকেট চন্দ্রযান-৩।উৎক্ষেপণস্থলে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিংহ।

ইসরো জানায়,চাঁদের মাটি স্পর্শ করার এই অভিযাত্রায় মোট ৪০ দিন সময় নেবে চন্দ্রযান ৩।সবকিছু ঠিক থাকলে আগমী ২৩ থেকে ২৪ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করবে ভারতীয় এই নভোযান।

চন্দ্রযান ৩ প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও গবেষকরা জানায়, যদি কোনো কারণে প্রত্যাশিত সময়ে নভোযানটি চাঁদে পৌঁছাতে নাও পারে, সেক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম দিকে চাঁদে নামতে সক্ষম হবে চন্দ্রযান-৩।

ভারতের তৃতীয় চন্দ্রাভিযানের এই মহাকাশযান তৈরি হয়েছে অরবিটার, ল্যান্ডার ও রোভার- এই তিনটি অংশ নিয়ে। অরবিটারের নাম ‘চন্দ্রযান’, ল্যান্ডারের নাম 'বিক্রম' এবং রোভারের নাম 'প্রজ্ঞান'।

প্রসঙ্গত, ভারতের এই চাঁদের মাটি স্পর্শ করার অভিযান শুরু হয় ২০০৮ সালে। যান্ত্রিক গোলোযোগের কারণে প্রথম সেই অভিযান সফল হয়নি। পরে ২০১৯ সালে ফের আরও একবার চাঁদে নভোযান পাঠানোর উদ্যোগ নেয় দেশটি।কিন্তু সেবার ল্যান্ডার ‘বিক্রম’কে চাঁদে নামাতে ব্যর্থ হয়েছিল অরবিটার ‘চন্দ্রযান ২’। পুরোনো সেই অরবিটারটি এখনও চাঁদের কক্ষপথে ঘুরছে।

উল্লেখ্য,বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সফলভাবে চালু করেছে এই চন্দ্রাভিযান।এর আগে মাত্র ৩ টি দেশ চাঁদে নভোযান পাঠাতে পেরেছে।৩ টি দেশ হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। 
 

আর সি