
ছবি:দ্যা মাইনিচি
প্রথমবারের মতো জাপান সফরে আসছেন মার্কিন হাউস স্পিকার ম্যাককার্থি।আজ রবিবার কূটনৈতিক সূত্র থেকে জানায় সেপ্টেম্বর মাসের শুরুতে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ সাতটি শিল্পোন্নত দেশগুলির পার্লামেন্ট স্পিকারদের সাথে বৈঠক করার জন্য জাপানে সফর করবেন মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থি।
সূত্র থেকে জানায়,সফরকালে জাপানের হাউস স্পিকার হিরোয়ুকি হোসোদার সাথে বৈঠকের মাধ্যমে চীনের এবং ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের বিষয়ে নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখতে ম্যাককার্থি দুই দেশের সহযোগিতা নিশ্চিত করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র থেকে আরও জানায়,ম্যাককার্থি সাতটি শিল্পোন্নত দেশগুলির পার্লামেন্ট স্পিকারদের সাথে একটি বৈঠকে যোগ দেবেন।এছাড়া বৈঠকে রাশিয়ার সামরিক আগ্রাসনসহ গণতন্ত্রকে শক্তিশালী করতে আলোচনা করবেন।
আর সি