- মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪

| কার্তিক ৭ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

খোঁজ নেই প্রতিরক্ষামন্ত্রীর : ফের রহস্য চীনে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২৩

খোঁজ নেই প্রতিরক্ষামন্ত্রীর : ফের রহস্য চীনে

জুন মাসের শেষের দিক থেকে দেখা যাচ্ছিল না চিনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ছিন গাংকে। তার ঠিক এক মাসের মাথায় ২৫ জুলাই তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন ওয়াং ই। এই বার
দু’সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না চিনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে। এ বারও জল্পনা জোরদার, তাঁরও কি মেয়াদ তবে ফুরনোর পথে?
গত ২৯ অগস্ট বেজিং চিন-আফ্রিকা শান্তি মঞ্চের একটি অনুষ্ঠানে লি-কে শেষ বারের মতো বক্তৃতা দিতে দেখা গিয়েছিল। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ-খবর নেই। এ দিকে জুলাই মাসেই প্রেসিডেন্ট শি জিনপিং চিনা সেনাবাহিনীর রকেট বিভাগের দুই শীর্ষ কর্মকর্তাকেও পদ থেকে সরিয়ে দিয়েছেন। ঘটনাচক্রে তাঁদেরও বেশ কিছু দিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। ফলে এ বার লি শাংফুকে নিয়ে জল্পনা তৈরি হওয়াটা একেবারে অমূলক নয় বলেই মনে করা হচ্ছে।

লক্ষণীয়, এ মাসের ৯ তারিখ প্রেসিডেন্ট শি নিজে সেনাবাহিনীতে সংহতি এবং ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছেন। বিশেষজ্ঞ মহল মনে করছে, প্রেসিডেন্টের এই বার্তা এবং সেনাবাহিনীতে রদবদল আসলে একটি দুর্নীতিদমন অভিযানের অঙ্গ। গত পাঁচ বছরে সেনাবাহিনী কী কী কিনেছে, তাতে কী ধরনের ‘ডিল’ হয়েছিল, কোনও তথ্য পাচার হয়েছে কি না— এই সবই এখন আতশকাচের তলায়। লি-র বেপাত্তা হয়ে যাওয়ার সঙ্গে এর সম্পর্ক থাকতেও পারে বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, ১৯৮২ সালে বাহিনীতে যোগ দিয়েছিলেন লি। এ বছর মার্চে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান।

আরএএস