- শুক্রবার ১৭ মে ২০২৪

| জ্যৈষ্ঠ ৩ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

কোহলীর পাশে দাঁড়ালেন শোয়েব আখতার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ০২:২১, ১৭ জুলাই ২০২২

কোহলীর পাশে দাঁড়ালেন শোয়েব আখতার

বিরাট কোহলীর পাশে দাঁড়ালেন শোয়েব আখতার। দীর্ঘ দিন ধরে রান পাচ্ছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর পাশে দাঁড়িয়ে আখতার বলেন, বিরাটের ৭০টি শতরান বাড়ির বাগানে আসেনি।

প্রায় তিন বছর শতরান আসেনি বিরাটের ব্যাটে। কপিল দেবের মতো ক্রিকেটার মনে করেন বিরাটকে দল থেকে বাদ দেওয়া উচিত। আখতার কপিলের বক্তব্যকে সম্মান জানিয়ে বলেন, “কপিল আমার সিনিয়র। উনি খুব বড় মাপের ক্রিকেটার। কপিলের মতামত জানানোর অধিকার রয়েছে। কিন্তু এক জন পাকিস্তানি হিসাবে আমি কেন বিরাটের পাশে? ওর ৭০টি শতরান রয়েছে। ওই শতরানগুলো মোবাইল খেলে করেনি বা বাড়ির বাগানে করেনি।”

বিরাটের মতো এক জন ক্রিকেটারকে বসানোর কথা ভাবা উচিত নয় বলে মনে করেন আখতার। তিনি বলেন, “কারও পক্ষে দুঃস্বপ্নেও কী করে ভাবা সম্ভব যে বিরাটকে বসিয়ে দেবে। বিরাট শেষ? বিরাটকে বসিয়ে দেওয়া উচিত? ভাল। এ সব শুনলে আমার হাসি পায়। শেষ ১০ বছরে বিরাট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। কয়েক বছর খারাপ গিয়েছে। শতরান না করলেও, রান এসেছে ওর ব্যাট থেকে। হঠাৎ সবাই বিরাটের বিপক্ষে। ও তো মানুষ।”

এর আগে বিরাটের পাশে দাঁড়িয়েছিলেন বাবর আজম। তাঁকে ধন্যবাদও জানিয়েছেন বিরাট। (আনন্দবাজার পত্রিকা)

আর এ