- বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

| আশ্বিন ৪ ১৪৩১ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

কাতার বিশ্বকাপের ফিক্সচার: খেলা হবে ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৭, ৪ এপ্রিল ২০২২

কাতার বিশ্বকাপের ফিক্সচার: খেলা হবে ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর

চলতি বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরেও অংশ নেবে ৩২ টি দল।

স্বাগতিক হওয়ার সুবাদে কাতার সবার আগে সরাসরি বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে। আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে যোগ দিয়েছে আরও ৩১ দল।

দেশগুলো হলো— কাতার।

আফ্রিকা- ক্যামেরুন, ঘানা, মরক্কো, সেনেগাল, তিউনিসিয়া।

এশিয়া- ইরান, জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া।

নর্থ, সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান- কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র।

ইউরোপ- বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড।

দক্ষিণ আমেরিকা- আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে।

আগামী জুনের মধ্যে বাকি তিন দলও নির্ধারণ হয়ে যাবে।

ইতোমধ্যে ড্র অনুষ্ঠিত হয়ে কোন দল কোন গ্রুপে পড়েছে তা জানা গেছে। এবার জেনে নিই কোন দিন কোন সময়ে কার মুখোমুখি কে?

প্রথমে কোন গ্রুপে কোন কোন দল জেনে নিই -

গ্রুপ-এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর

গ্রুপ-বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/ স্কটল্যান্ড/ইউক্রেন (ইউরো প্লে-অফ)

গ্রুপ-সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব

গ্রুপ-ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাত (প্লে-অফ ১)

গ্রুপ-ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড (প্লে-অফ ২)

গ্রুপ-এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা

গ্রুপ-জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন

গ্রুপ-এইচ: পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা

এবার জেনে নিই বাংলাদেশ সময়ে কোন দিন কার বিপক্ষে কে খেলবে -

২১ নভেম্বর : সেনেগাল ও নেদারল্যান্ডস (বিকাল ৪টা)

২১ নভেম্বর : ইংল্যান্ড ও ইরান (সন্ধ্যা ৭টা)

২১ নভেম্বর : কাতার ও ইকুয়েডর (রাত ১০টা)

২১ নভেম্বর : যুক্তরাষ্ট্র ও ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড (রাত ১টা)

২২ নভেম্বর : আর্জেন্টিনা ও সৌদি আরব (বিকাল ৪টা)

২২ নভেম্বর : ডেনমার্ক ও তিউনিসিয়া (সন্ধ্যা ৭টা)

২২ নভেম্বর : মেক্সিকো ও পোল্যান্ড (রাত ১০টা)

২২ নভেম্বর : ফ্রান্স ও পেরু/অস্ট্রেলিয়া/আরব আমিরাত (রাত ১টা)

২৩ নভেম্বর : মরক্কো ও ক্রোয়েশিয়া (বিকাল ৪টা)

২৩ নভেম্বর : জার্মানি ও জাপান (সন্ধ্যা ৭টা)

২৩ নভেম্বর : স্পেন ও কোস্টারিকা/নিউজিল্যান্ড (রাত ১০টা)

২৩ নভেম্বর : বেলজিয়াম ও কানাডা (রাত ১টা)

২৪ নভেম্বর : সুইজারল্যান্ড ও ক্যামেরুন (বিকাল ৪টা)

২৪ নভেম্বর : উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া (সন্ধ্যা ৭টা)

২৪ নভেম্বর : পর্তুগাল ও ঘানা (রাত ১০টা)

২৪ নভেম্বর : ব্রাজিল ও সার্বিয়া (রাত ১টা)

২৫ নভেম্বর : ইরান ও ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড (বিকাল ৪টা)

২৫ নভেম্বর : কাতার ও সেনেগাল (সন্ধ্যা ৭টা)

২৫ নভেম্বর : নেদারল্যান্ডস ও ইকুয়েডর (রাত ১০টা)

২৫ নভেম্বর : ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র (রাত ১টা)

২৬ নভেম্বর : তিউনিসিয়া ও পেরু/অস্ট্রেলিয়া/আরব আমিরাত (বিকাল ৪টা)

২৬ নভেম্বর : পোল্যান্ড ও সৌদি আরব (সন্ধ্যা ৭টা)

২৬ নভেম্বর : ফ্রান্স ও ডেনমার্ক (রাত ১০টা)

২৬ নভেম্বর : আর্জেন্টিনা ও মেক্সিকো (রাত ১টা)

২৭ নভেম্বর : জাপান ও কোস্টারিকা/নিউজিল্যান্ড (বিকাল ৪টা)

২৭ নভেম্বর : বেলজিয়াম ও মরক্কো (সন্ধ্যা ৭টা)

২৭ নভেম্বর : ক্রোয়েশিয়া ও কানাডা (রাত ১০টা)

২৭ নভেম্বর : স্পেন ও জার্মানি (রাত ১টা)

২৮ নভেম্বর : ক্যামেরুন ও সার্বিয়া (বিকাল ৪টা)

২৮ নভেম্বর : দক্ষিণ কোরিয়া ও ঘানা (সন্ধ্যা ৭টা)

২৮ নভেম্বর : ব্রাজিল ও সুইজারল্যান্ড (রাত ১০টা)

২৮ নভেম্বর : পর্তুগাল ও উরুগুয়ে (রাত ১টা)

২৯ নভেম্বর : ইকুয়েডর ও সেনেগাল (রাত ৯টা)

২৯ নভেম্বর : নেদারল্যান্ডস ও কাতার (রাত ৯টা)

২৯ নভেম্বর : ইরান ও যুক্তরাষ্ট্র (রাত ১টা)

২৯ নভেম্বর : ইংল্যান্ড ও ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড (রাত ১টা)

৩০ নভেম্বর : ডেনমার্ক ও পেরু/অস্ট্রেলিয়া/আরব আমিরাত (রাত ৯টা)

৩০ নভেম্বর : তিউনিশিয়া ও ফ্রান্স (রাত ৯টা)

৩০ নভেম্বর : পোল্যান্ড ও আর্জেন্টিনা (রাত ১টা)

৩০ নভেম্বর : সৌদি আরব ও মেক্সিকো (রাত ১টা)

১ ডিসেম্বর : কানাডা ও মরক্কো (রাত ৯টা)

১ ডিসেম্বর : ক্রোয়েশিয়া ও বেলজিয়াম (রাত ৯টা)

১ ডিসেম্বর : জাপান ও স্পেন (রাত ১টা)

১ ডিসেম্বর : জার্মানি ও কোস্টারিকা/নিউজিল্যান্ড (রাত ১টা)

২ ডিসেম্বর : ঘানা ও উরুগুয়ে (রাত ৯টা)

২ ডিসেম্বর : দক্ষিণ কোরিয়া ও পর্তুগাল (রাত ৯টা)

২ ডিসেম্বর : সার্বিয়া ও সুইজারল্যান্ড (রাত ১টা)

২ ডিসেম্বর : ক্যামেরুন ও ব্রাজিল (রাত ১টা)

আর এ/আর এ এস