- শুক্রবার ০৮ আগস্ট ২০২৫

| শ্রাবণ ২৩ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

বাংলাদেশে রাষ্ট্রপতি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু

মহি ইউ খান মামুন:

প্রকাশিত: ২১:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশে রাষ্ট্রপতি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন চুপ্পু। তিনি সাবেক জেলা দায়রা জজ।

রোববার (১২ ফেব্রুয়ারি) ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি নির্বাচন কমিশনে যান। এরপর রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শাহাবুদ্দিন আহমেদের নাম জমা দেন।

ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে শাহাবুদ্দিন আহমেদই যে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা অনেকটাই পরিষ্কার।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ রোববার বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।’

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ কমপ্লেক্সে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য এই পদে অধিষ্ঠিত থাকেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। সেই অনুযায়ী, তার ৫ বছরের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে।

এম কে এম