
আগামী ২৫ জুন বাংলাদেশের পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রটি চালু করার বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে বিদ্যুৎকেন্দ্রটির কর্তৃপক্ষ।পায়রা বন্দরে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে অবস্থান করছে এমভি এথেনা নামের একটি জাহাজ।২২ জুন দিনগত রাত ২টার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়া থেকে পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে এসে পৌঁছায়।
পায়রা সমুদ্রবন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, এমভি এথেনা জাহাজটি ১০ মিটার গভীরতায় বন্দরের ইনটার অ্যাঙ্করে অবস্থান করছে। এটি ২০০ মিটার লম্বা ও ৩২.২৬ মিটার চওড়া। ১ জুলাই কয়লা নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।ঈদের পর ধাপে ধাপে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য আরও ১০টির বেশি জাহাজ আসার কথা রয়েছে।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, এরই মধ্যে একটি জাহাজ কয়লা নিয়ে বন্দরে এসেছে। তবে এখনো আমাদের তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে এসে পৌঁছায়নি।
এরআগে কয়লা সংকটের কারণে গত ৫ জুন দুপুর ১২টা ১০ মিনিটে উৎপাদন বন্ধ হয়ে যায় বাংলাদেশের পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রেটির। হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার ফলে সারা বাংলাদেশ জুড়ে বেড়ে গেছে লোডশেডিং।এছাড়া বাংলাদেশে কয়লার মজুত শেষ হয়ে যাওয়ায় দেশটির বাঁশখালীর এস এস পাওয়ার প্লান্ট বন্ধ হয়ে যায়।
আর সি