- শুক্রবার ০৯ মে ২০২৫

| বৈশাখ ২৬ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

হেলেনের বায়োপিকে অভিনয় করতে চান নোরা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ১ জুন ২০২৩

হেলেনের বায়োপিকে অভিনয় করতে চান নোরা

হেলেনের বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করতে চান নোরা ফাতেহি।সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।ষাট-সত্তরের দশকে বলিউডে আইটেম গানে নিজেকে অদ্বিতীয় করে তুলেছিলেন হেলেন।ইতোমধ্যে তার একাধিক গানের রিমেকে নাচ করে নজর কেড়েছেন নোরা।

এ প্রসঙ্গে নোরা বলেন, আমি ওনার নাচের ভিডিওগুলো নিয়ে চর্চা করেছি।ওনার শারীরিক অঙ্গভঙ্গি, অভিব্যক্তি, সবকিছু ভালোভাবে লক্ষ্য করে রপ্ত করার চেষ্টা করেছি।

হেলেনের গানের নাচ করার সুযোগ পেয়েই ব্যাপক উৎসাহিত নোরা। তার বায়োপিকে অভিনয় করতে পারা অত্যন্ত সম্মানের বলেই মনে করছেন তিনি।

উল্লেখ্য,বলিউডে ইতোমধ্যেই নাচ দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন নোরা ফাতেহি।আইটেম সংয়ের জন্য বলিউড নির্মাতার পছন্দের তালিকায় তিনিই প্রথম।গত কয়েক বছরে বলিউডে নিজেকে এভাবে প্রতিষ্ঠা করেছেন নোরা ফাতেহি। এ বার তার নিজের স্বপ্নপূরণের পালা। 

আর সি