- শুক্রবার ০৯ মে ২০২৫

| বৈশাখ ২৬ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

কনসার্ট করতে বাংলাদেশে আসছেন অনুপম রায়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ২২:৫৩, ৩ জুন ২০২৩

কনসার্ট করতে বাংলাদেশে আসছেন অনুপম রায়

আগামী জুলাই মাসে কনসার্ট করতে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আসছেন দুই বাংলার জনপ্রিয় গায়ক অনুপম রায়। জানা গেছে,জুলাই মাসের ৬ তারিখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তাকে নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টের আয়োজন করছে বাংলাদেশের ট্রিপল টাইম  কমিউনিকেশনস।এই খবরে উত্তেজনায় ভাসছেন অনুপম রায়ের গানের বাংলাদেশী ভক্ত-অনুরাগীরা।

ঢাকায় আসার ব্যাপারে ভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে অনুপম বলেন,এখনও চূড়ান্ত কিছু বলার পর্যায় নেই বিষয়টি কারণ, আমাদের এখনও ভিসা হয়নি।আগে সবটা হোক, তারপর দেখা যাবে। আমি এখনই সঠিক বলতে পারছি না।

দুই বাংলার জনপ্রিয় গায়ক, গীতিকার এবং সুরকার অনুপম রায়। ২০১০ সালে সৃজিত মুখার্জির 'অটোগ্রাফ' চলচ্চিত্রে 'আমাকে আমার মতো থাকতে দাও' ও 'বেঁচে থাকার গান' এর মাধ্যমে দুই বাংলার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে।

আর সি