- শুক্রবার ০৯ মে ২০২৫

| বৈশাখ ২৬ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

বিমানবন্দরের লাউঞ্চ থেকে বালিশ চুরি করেন নায়িকা সারা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ১০ জুন ২০২৩

বিমানবন্দরের লাউঞ্চ থেকে বালিশ চুরি করেন নায়িকা সারা

বলিউড নায়িকা সারা আলি খান নাকি বিমানবন্দর থেকে বালিশ চুরি করেছিলেন এবং তার সাক্ষীও আছে।সম্প্রতি মুক্তি পাওয়া ‘জরা হাটকে জরা বাঁচকে’ ছবির প্রচারের জন্যই এই সিনেমার নায়ক নায়িকারা তার প্রচার নিয়ে সারা এবং ভিকি কখনো মুম্বাই কখনো যান কলকাতায়।আর তাদের দেখার জন্য সব জায়গায়ই জনতার ভিড় জমে গিয়েছিল।আর এই জনসমক্ষে সারার কীর্তির কথা ফাঁস করে দিলেন ভিকি।আর এতে লজ্জায় লাল হয়ে যান সারা।

ভিকি জানান,সারা আলি খান নাকি বিমানবন্দরের লাউঞ্চ থেকে বালিশ চুরি করেছিলেন। তার সাক্ষী ছিলেন অভিনেতা ভিকি নিজে।তিনি এতদিন এই কথা চেপে রাখলেও এবার সেই কথা সবার কাছে ফাঁস করলেন।

মাঝে মধ্যেই অবাক করা কাণ্ড করে বসেন বলিউড নায়িকা সারা আলি খান।এতো বড় তারকা হয়েও এতো সাধারণ কর্মগুলো দেখে বেশ মজা পান তার অনুরাগীরা। 

আর সি