- রোববার ১৭ আগস্ট ২০২৫

| ভাদ্র ২ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

আমার জন্য কাঁদবে?

রনি রেজা

প্রকাশিত: ১৮:৪০, ৩০ অক্টোবর ২০২১

আমার জন্য কাঁদবে?

চোখের জল শুকালে যে মরুভূমি জন্ম নেয় তাতে প্রেম থাকে না
অভিমানও না
বালুকনার মতো কোনো স্মৃতিগুঁড়াও পাওয়া যায় না
যা থাকে তাকে কষ্ট বলে
আমি কষ্ট ভয় করি
সুধীর ময়রার রসগোল্লা খেয়ে
তরল-নরমে লোভ আমার 
কাঁদতে বারণ করব না
যদি মায়া হয়-
কেঁদো
যদি অভিমান হয়-
কেঁদো
যদি সুখী হও-
চিৎকার করে কেঁদো
কাঁদলে হৃদয়ে কোমলতা আসে
মন উর্বর হয়
তাতে লকলকিয়ে ওঠে প্রেমগাছ
ধুয়ে যায় সমস্ত লোভ, অহং আর ভড়ং
তোমার চোখের জলেই হোক আমার শেষ স্নান
পাল্টে যাক পবিত্রতার সংজ্ঞা
হে সঙ্গী আমার
একটু জল দিও
বড্ড তৃষ্ণা 
ভালোবাসার
 

আর সি