- সোমবার ০৫ মে ২০২৫

| বৈশাখ ২২ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

সর্বকালের সেরা ১০০ ফুটবলারের মধ্যে সেরা ফুটবলার হলেন মেসি

ষ্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:৫৯, ১১ অক্টোবর ২০২২

সর্বকালের সেরা ১০০ ফুটবলারের মধ্যে সেরা ফুটবলার হলেন মেসি

সর্বকালের সেরা ১০০ ফুটবলারের মধ্যে সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি।ফুটবল বিষয়ক ওয়েবসাইট ফোরফোরটু সর্বকালের সেরা ১০০ ফুটবলারের একটা তালিকা প্রকাশ করেছে সেখানে যেখানে পেলে, ম্যারাডোনা, রোনালদোদের হারিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি।

ওয়েবসাইট ফোরফোরটুর এই তালিকায় ব্রাজিল কিংবদন্তি কাকা থেকে শুরু করে আছে কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিনের নাম। কাকা আছেন তালিকার ৯৮ তম অবস্থানে, আর ইয়াশিন ৩১তম।

খেলোয়াড়ি জীবনে সব শিরোপা জিতে ফেললেও মেসির হাতে এখনো বিশ্বকাপ ওঠেনি। তবে রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর জয়ীকেই এই তালিকার শীর্ষে রেখেছে ফোরফোরটু। যদিও তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকার শীর্ষ তিনেও জায়গা করে নিতে পারেননি, দুইয়ে আছেন ম্যারাডোনা, এর ঠিক পরের অবস্থানটা পেলের।

এক নজরে সর্বকালের সেরা দশ খেলোয়াড়

১. লিওনেল মেসি
২. ডিয়েগো ম্যারাডোনা
৩. পেলে
৪. ক্রিশ্চিয়ানো রোনালদো
৫. জিনেদিন জিদান
৬. ইয়োহান ক্রুইফ
৭. জর্জ বেস্ট
৮. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
৯. ফেরেনৎশ পুসকাস
১০. রোনালদো নাজারিও   

আর সি