- রোববার ১১ মে ২০২৫

| বৈশাখ ২৮ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ইনজুরিতে ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিলেন ইয়োশিহিতো নিশিওকা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ৬ জুন ২০২৩

ইনজুরিতে ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিলেন ইয়োশিহিতো নিশিওকা

ছবি:কিয়োদো নিউজ

ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিলেন ইয়োশিহিতো নিশিওকা।সোমবার আর্জেন্টিনার টোমাস মার্টিন এচেভেরির কাছে ফ্রেঞ্চ ওপেনের ১৬ রাউন্ডে ৭-৬(৮), ৬-০, ৬-১ হারে  হেরে গেলেন তিনি।ইনজুরির কারণেই তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হলেন  নিশিওকা।

নিশিওকা বলেন,র্ভাগ্যবশত আমি  টুর্নামেন্টের আগে আঘাত পেয়েছিলাম এবং।খেলা শুরুর আগে থেকে কুঁচকির চোটটা বিরক্ত করেছিল।সে সময় আমি ভাবছিলাম ম্যাচ থেকে অবসর নেওয়া উচিত।

এরপরও কুঁচকির চোট নিয়েই নিশিওকা খেলেছেন এবং তৃতীয়,শেষ সেটে আরও একটি গেম জিতেছেন।কোয়ার্টার ফাইনালে এচভেরির মুখোমুখি হবে জার্মানির আলেকজান্ডার জাভেরেভ।  

আর সি