
ছবি:দ্যা ইউএস সান
৮১ বছর বয়সে মারা গেলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় রেসলার আয়রন শেখ মারা গেছেন। ওয়ার্ল্ড রেসলিং এন্টারনেইটমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক এ তারকার মৃত্যুর খবর তার নিজস্ব টুইটার পেজ থেকেই প্রকাশ করা হয়েছে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।রেসলিং দুনিয়ায় আয়রন শেখ নামে পরিচিত হলেও তার আসল নাম হোসেন খসরু আলী ভাজিরি।
৭ জুন মৃত্যুর ঘোষণা দিয়ে আয়রন শেখের টুইটার পেজে বলা হয়েছে,আজ, ভারাক্রান্ত মন নিয়ে সত্যিকারের একজন কিংবদন্তিকে বিদায় জানাতে আমরা একত্রিত হয়েছি।প্রাণবন্ত এবং একজন আইকনিক ব্যক্তিত্ব যিনি বিশ্বের পেশাদার রেসলিংয়ে অসামান্য অবদান রেখে গেছেন।
জনপ্রিয় রেসলার আয়রন শেখের জন্ম হয়েছিল ইরানে।নিজ মাতৃভূমিতেই রেসলিং শুরু করেন তিনি। আয়রন শেখ আশির দশকে যুক্তরাষ্ট্রে ব্যাপক খ্যাতি লাভ করেন। তাকে রেসলিংয়ের ‘অন্যতম সেরা ভিলেন’ হিসেবে দেখা হতো। তিনি বিখ্যাত ছিলেন ‘বাঁকানো জুতা পরার জন্য, মুখ চেপে ধরে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এবং যুক্তরাষ্ট্র বিদ্বেষী মনোভাবের জন্য।
আয়রন শেখ ১৯৮৩ সালে তৎকালীন ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের চ্যাম্পিয়ন হয়েছিলেন।তবে মাত্র এক মাস পর হাক হোগানের কাছে চ্যাম্পিয়নের বেল্ট হারিয়েছিলেন তিনি।
আর সি