
ছবি:কিয়োদো নিউজ
চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নিতে নিবন্ধন করেছে উত্তর কোরিয়া।আজ বুধবার চীনসহ এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটি জানায়, উত্তর কোরিয়ার এক ব্যক্তি, এই শরত্কালে পূর্ব চীনের শহর হাংজুতে অনুষ্ঠিত হতে যাওয়া আঞ্চলিক গেমসে অংশ নিতে নিবন্ধন করেছে।
অলিম্পিক কমিটি জানায়,২০২০ সাল থেকে পিয়ংইয়ং করোনভাইরাস ছড়িয়ে পড়ার জন্য আন্তঃসীমান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা বজায় রেখেছে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম দিকে এশিয়ান গেমসের আগে উত্তরের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয় বলে জানায় অলিম্পিক কমিটি।
চীনের ডেপুটি স্পোর্টস মিনিস্টার ঝো জিনকিয়াং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, সর্বোচ্চ স্তরের আন্তর্জাতিক ব্যাপক ক্রীড়া ইভেন্টের যে গেমগুলি মহামারীর কারণে এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল, তা এবার শুরু হবে।
তিনি বলেন,ইতিমধ্যে চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের সব ভেন্যু প্রস্তুত হয়ে গেছে। অনেক এশিয়ান অংশগ্রহণকারী হ্যাংজু গেমসে রেকর্ড প্রতিনিধি দল পাঠাবে। প্রায় ৯০০ চীনা ক্রীড়াবিদ এই ইভেন্টে যোগ দেবে বলে জানান ডেপুটি স্পোর্টস মিনিস্টার ঝো জিনকিয়াং।
স্পোর্টস মিনিস্টার ঝো জিনকিয়াং আরও বলেন,আমি বিশ্বাস করি এশিয়ান গেমসের মাধ্যমে উত্তর কোরিয়ার সাথে চীনের সম্পর্ক আরো ভালো হবে এবং দু'দেশের মানুষ একত্রে হওয়ার সুযোগ পাবে।
আর সি